বাগেরহাট প্রতিনিধি : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বাগেরহাটে ৯টি মেগা প্রকল্পের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদসহ ৭ সচিব ও বিভিন্ন মন্ত্রণারয়ের ৫৩জন শীর্ষ কর্মকর্তা দু’দিনের সফরে এখন বাগেরহাটে রয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাাটের খান জাহান আলী বিমান বন্দর, মংলা-ঘশিয়াখালী নৌচ্যানেল,খুলনা -মংলা রেল লাইন, মংলা অর্থনৈতিক জোন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, মংলার সাইলো , মংলা বন্দর, উপকুলীয় ভেড়িবাধঁ নির্মান ও বিশেষ অর্থনৈতিক জোন (ভেজা ১ ও ২) পরির্দশন করেন।

সরকারের এসব শীর্ষ কর্মকর্তারা এসব প্রকল্পের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে জনপ্রতিনিধি, গনমাধ্যম ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়সহ কয়েকটি বৈঠক করবেন বলে বাগেরহাটের জেলা প্রশাসক মো.জাহাংগীর আলম নিশ্চিত করেছেন।

বাগেরহাটে ৯টি মেগা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আসা সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, বানিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডেও চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সচিব পবন চৌধুরী, রেল মন্ত্রনালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, আভ্যন্তরীন সম্পদ বিভাগ ও সেন্ট্রাল ইন্টেলিজেন্টস সেলের মহা পরিচালক মো. বেলাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ৫৩ জন শীর্ষ কর্মকর্তারা।

বাগেরহাট জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম বলেন, মংলা বন্দরে আরও গতিশীল করতে ও এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সরকারের বিভিন গুরুত্বপূর্ন প্রকল্প সমুহের সরকারের শীর্ষ কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়ন , অগ্রগতি পর্যালোচনা ও পরিদর্শনের পর এসব মেগা উন্নয়ন কাজে আরো গতি আসবে।

(একে/এএস/অক্টোবর ২২, ২০১৫)