নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আগ্রাদিগুন-সাপাহার রাস্তার মালদিঘির সামনে থেকে মোঃ ডালিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করেছে।

র‌্যাব তার কাছ থেকে ১ হাজার ৫শ’ ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ডালিম পত্নীতলা উপজেলার ভোলাদীঘি গ্রামের মোঃ এনামুল হক সেন্টুর পুত্র। গ্রেফতারকৃত ডালিম র‌্যাবকে জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের প্রকৃত মালিক তার পিতা মোঃ এনামুল হক (সেন্টু) (৪২), মোঃ মজিবর মাষ্টার (৪৫) ও মোঃ বাবুল (৩৫)। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে র‌্যাব জানিয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ২২, ২০১৫)