কিশোরগঞ্জ প্রতিনিধি : পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ২৫ কেজি কারেন্ট জালসহ মো. আজহারুল ইসলাম (২২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। সে জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মো. ফাইজুল ইসলামের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচলগোটা নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাসী চালিয়ে ৮০ হাজার টাকা মূল্যের কারেন্ট জালসহ মো. আজহারুল ইসলামকে আটক করে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান ভ্রাম্যমান আদালত বসিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ব্যবসায়ী আজহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের করাদ- প্রদান করেন এবং আটককৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্ত্বরে ভষ্মিভূত করা হয়।

(পিকেএস/এএস/অক্টোবর ২৪, ২০১৫)