গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ইট বোঝায় ট্রাক্টর চাপায় হেলপার আব্দুল গণি (৪০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কে সরকার ফিলিং স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ভাই-ভাই পরিবহন নামের ইট বোঝাই একটি ট্রাক্টর গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ীতে বন্দরে আসছিল। ট্রাক্টরটি উপজেলা সদরের বৈরীহরিনমারী গ্রামের সরকার ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এসময় ট্রাক্টরের উপরে থাকা হেলপাল আব্দুল গণি ছিটকে ট্রাক্টরের নীচে পড়ে চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।

(আরআই/এএস/অক্টোবর ২৪, ২০১৫)