খুলনা প্রতিনিধি : খুলনায় শিশু রাকিব হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়।

রবিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) দিলরুবা সুলতানা সাক্ষ্যগ্রহণ করেন।

আজ মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার সেকেন্ড অফিসার এসআই কাজী মোস্তাক আহমেদ, ময়নাতদন্তকারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ফরেনসিক বিভাগের ডা. ওয়াহিদ মাহমুদ এবং নগরীর টুটপাড়া মোড়ের গুডহেলথ ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা প্রভাত চন্দ্র গোলদার তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যগ্রহণের সময় মামলার উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের পরীক্ষা-নিরীক্ষা ও আত্মজিজ্ঞাসার জন্য ২৮ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

৩ আগস্ট বিকালে খুলনার টুটপাড়ায় শরীফ মোটর্সে মোটরসাইকেলে হাওয়া দেওয়া কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেওয়া হয়। অতিরিক্ত বায়ুর চাপে রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘাটনায় জড়িত অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে ক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।

(ওএস/অ/অক্টোবর ২৫, ২০১৫)