ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হক এই সাতুরিয়া গ্রামেই তার নানা বাড়িতে জন্মগ্রহন করেছিলেন।

এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় ‘শেরে বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউট’র উদ্যোগে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ অডিটিরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র মো: আফজাল হোসেন। টেলি কনফারেন্স মাধ্যমে যুক্তরাজ্য থেকে বক্তব্য রাখেন ‘শেরে বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।

রাজাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালি উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার ও কাউখালি সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউট’র চেয়ারম্যান আলহাজ্জ কে এম আব্দুল করিম। রিয়াজুল ইসলাম ব্চ্চাুর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতুরিয়া এলাকার সমাজ সেবক আবুল বাশার মিঞা, মোসলেম আলী খান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নিরব মল্লিক, সাতুরিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ: রাজ্জাক সিকদার।

উল্লেখ্য গত বছর ২৬ অক্টোবর যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম তার প্রতিষ্ঠিত কলেজ ক্যাম্পাসে নিজস্ব অর্থায়নে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। দক্ষিনাঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো: হানিফ এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেছিলেন।

(একেআর/এএস/অক্টোবর ২৬, ২০১৫)