ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চিকিৎসা না দিয়ে মোবাইলে গেম খেলা, টাকা না দিলে চিকিৎসা হবে না ক্ষুরা রোগের ভ্যাকসিন গরু প্রতি ১০০ টাকা সহ নানান অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাও রানীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলামকে সোমবার দুপুরে জনতা কৃর্তক ঘেরাও করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনা সুত্রে জানা যায়, উপজেলার রংপুরিয়া মার্কেটের জাহাঙ্গীর আলমের গৃহপালিত প্রায় ৬০ হাজার টাকার মূল্যের একটি গরুর লেজে গুরুতর সমস্যা হওয়ায় তিনি সোমবার সকালে পশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে পশু হাসপাতাল কর্মকর্তা (ইউএলও) ডাঃ সিরাজুল ইসলাম প্রাথমিকভাবে দেখে কোন কথা না বলেই আবার তার অফিস কক্ষে চলে যান। পরে ভুক্তভোগী জাহাঙ্গীর তার গরুর চিকিৎসা বিষয়ে জানতে গেলে ডাঃ সিরাজুল ইসলাম কোন কথা না বলে শুধুমাত্র অপেক্ষা করতে বলেন, এভাবে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করার পর আবার তার কাছে গেলে তিনি মোবাইলে গেম খেলতে খেলতে উত্তেজিত ভাষায় কথা বলে রুম থেকে বের করে দেন। পরে ভুক্তভোগী জাহাঙ্গীর তার লোকজনকে খবর দিলে তারা এসে পশু হাসপাতাল সহ ডাঃ সিরাজুল ইসলামকে ঘেরাও করেন। পরে থানার দারোগা ফজলুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ও বিএনপি সম্পাদক আতাউর রহমান ঘটনা স্থলে এসে সুষ্ট বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এছাড়াও ডাঃ সিরাজুল ইসলামের বিরুদ্বে এলজিইডি বাস ভবনে বিগত ৩বছর থেকে বাড়ী ভাড়া না দেওয়া সহ নানান অভিযোগ রয়েছে। এ বিষয়ে পশু হাসপাতাল কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি রিসিভ করেন নি। ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, বিষয়টি শুনেছি আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। প্রানী সম্পদ রংপুর ডিডি ডাঃ সইদূল ইসলাম মোবাইল ফোনে জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

(কেএএস/এনএস/ অক্টোবর ২৬, ২০১৫)