স্টাফ রিপোর্টার, ঢাকা : উল্টোপথে গাড়িচলাচল ঠেকাতে শুক্রবার রমনা পার্কের অরুণোদয় গেটের উল্টোদিকে ও ফরেন সার্ভিস একাডেমির সামনে রেট্রাকটেবল স্পাইক স্ট্রিপ নামক প্রতিরোধ ডিভাইস বসায় ঢাকা মহানগর দক্ষিণ ট্রাফিক। বসানোর তিন দিন পার হতে না হতেই বেহাল দশা হয়েছে ডিভাইসটির।

সরেজমিনে দেখা যায়, অভিনব এই ডিভাইসের ধাতব স্পাইক গুলোর বেশ ক’টি নেই হয়ে গেছে। বেঁকে বা ভেঙ্গে আছে আরো কিছু স্পাইক। স্প্রিংয়ের ওপর বসানো ধাতব স্পাইকগুলো গাড়ির ভার নিতে না পেরে বসে গেছে, তার নিচে ভেঙ্গে গেছে স্প্রিং। আরো দু’তিন দিন গেলে সব ক’টা স্পাইকই বসে যাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টায় ডিভাইসটির উদ্বোধন করেন পুলিশ মহাপদির্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। উদ্বোধনকালে তিনি বলেন, কাকরাইল মসজিদ মোড় থেকে রূপসী বাংলা হোটেলের দিকে যাওয়া সময় অধিকাংশ গাড়ি উল্টোপথে যায় এবং দুর্ঘটনা ঘটে। গাড়ির উল্টোপথে যাতায়াত বন্ধ করতে এ ডিভাইস বসানো হচ্ছে।

(ওএস/অ/মে ২৬, ২০১৪)