দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘‘লার্নিং এন্ড আনিরং ’’ এর আওতায় অন লাইনে আয় বিষয়ক বিনামূল্যে ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে সোমবার।

এই প্রশিক্ষণ কর্মসূচীতে প্রথমে ৫ দিন ব্যাপি Advence IT (Web & Graphics Designing) বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী মাসে আবারও ৫দিন ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হবে। এই কর্মসূচীটি উদ্ভোধন করেন জেলা প্রশাসক ড.মো. আবুল কালাম আজাদ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে টিমলিডার মীর্জা মো. নাজমূল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এস,এম রফিকুল ইসলাম, প্রশিক্ষক মো. মহিবুর রহমান জুয়েল, মো. নাজমূল হাসান। বক্তারা বলেন যুবশক্তিকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলাই এই প্রশিক্ষণ কর্মসূচীর মূল লক্ষ্য এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তোলার বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের সকল উপজেলায় এই প্রশিক্ষণটি পরিচালনার মাধ্যমে ৫৫০০০ ফ্রি ল্যান্সার তৈরি হবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। দেশের প্রতিটি উপজেলার শিক্ষিত বেকার যুবক-যুবতী, বিভিন্ন পিশাজীবিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী হতে সাহায্য করবে।
(এটি/এএস/মে ২৬, ২০১৪)