সিরাজগঞ্জ  প্রতিনিধি : সিরাজগঞ্জে চালককে হত্যা করে লুটকৃত মালামাল উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২২ অক্টোবর রাতে ইউনিলিভারের পন্য বোঝাই একটি ট্রাক চট্রগ্রাম থেকে বগুড়া যাবার পথে ঢাকা থেকে যাত্রী বেশে ৫ জন ট্রাকে উঠে। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পার হলে যাত্রীরা ড্রাইভার কে মেরে ট্রাকটি তাদের নিয়ন্ত্রনে নেয় এবং পরে শাহজাদপুর এলাকায় গিয়ে চালক কে হত্যা করে এবং হেলপার কে হাত পা বেধে মালামাল সহ ট্রাকটি নিয়ে চলে যায়। পরে নাটোর থেকে ছিনতাইকৃত ট্রাক উদ্ধারের পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের আঃ রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়।

এই সময় সেই বাড়ি থেকে ডাকাতির লুটকৃত ২ শত ৪৮ কাটুন হুইলের সাবান এবং ২ শত ৮১ বস্তা হুইলের গুড়া উদ্ধারসহ এর সাথে জড়িত থাকার সন্দেহে ৫ জন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো আঃ রাজ্জাক, তার ছোট ভাই রিয়াল ইসলাম, আবুল হোসেন , নুরুল ইসলাম ও নৈশ প্রহরী শহীদুল। এদের সকলের বাড়ী বনবাড়িয়া গ্রামে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে পুলিশ জানায়।

(এসএস/এএস/অক্টোবর ২৯, ২০১৫)