রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা হলরুমে  বিআরডিবি অধিদপ্তরের উদ্যোগে ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের আওতায় পাইলটিং প্রোগ্রাম’র ৫দিন ব্যাপি প্রমিক্ষন কোর্সের সমাপ্তি হয়েছে ।

বিআরডিবির অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচি (২য় পর্যায়) প্রকল্পের (৪০) জন সুবিধাভোগির অংশগ্রহণে ২৯ অক্টোবর ৫দিনব্যাপি ডাল , তৈল ও মসলা জাতীয় অপ্রধান শস্য উৎপাদন , সংরক্ষণ, প্রক্রিয়াকরণ কলাকৌশল সংক্রান্ত দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের পাইলটিং প্রোগ্রাম প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়েছে ।

পাইলটিং প্রোগ্রাম ইনোভেশন আইডিয়াটি ছিল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন এই ইনোভেশন আইডিয়াটির বাস্তবায়নকারী পলী উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান, উপজেলা নির্বাহি কর্মকতা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, বিশেষ অতিথি উপ-পরিচালক বিআরডিবি আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

(কেএএস/এএস/অক্টোবর ২৯, ২০১৫)