গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসকেএস ফাউন্ডেশন এর আয়োজনে বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্ট্রেংদেনিং লাইভলিহুডস্ অপসনস্ এ্যান্ড স্যোসাল এ্যাডভান্সমেন্ট (স্লোসা) প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উত্থাপন করেন এসকেএস ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ শাখার স্লোসা প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দছ ছামাদ। এসকেএস ফাউন্ডেশনের ফিল্ড অপারেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামস সমন্বয়কারী খন্দকার জাহিদ সরোয়ারের পরিচলনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা সাহাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকতা গোলাম রব্বানী, এসকেএস ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ শাখার ফিল্ড ম্যানেজার উজ্জল মিয়া, ট্রেনিং অফিসার আসমা খন্দকার,এলডিও মাছুদুর রহমান প্রমুখ।

প্রকল্পের আওতায় কামদিয়া ও কাটাবাড়ী ইউনিয়নের হতদরিদ্র সাতশত আদিবাসী ও পাঁচশত বাঙালী পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষে কাজ করা হবে।

(এসআরডি/এএস/অক্টোবর ২৯, ২০১৫)