ময়মনসিংহ প্রতিনিধি : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বাংলা মঞ্চের উদ্যোগে রোববার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ‘চির উন্নত মম শির’ পালিত হয়েছে। অনুষ্ঠানে নজরুল বিষয়ক আলোচনা করেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, লেখক, গবেষক অধ্যাপক রতন সিদ্দিকী, লেখক ও গবেষক, জেলা সমবায় কর্মকর্তা  হরিদাস ঠাকুর।

বাংলা মঞ্চের সদস্য সচিব ইমন সরকার রূপম সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা মঞ্চের আহ্বায়ক লেখক হান্নান কল্লোল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলা মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক সারোয়ার কামাল ররিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার প্রমুখ ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গোপা দাস, অঞ্জনা রাণী সরকার, রিমু, রিয়া, আচঁল, অর্থী, প্রিয়পা, আনিকা, স্বর্ণা, বন্যা, নিপা বর্মণ। কবি কাজী নজরুলের উপর স্বরচিত কবিতা পাঠন করেন সূবর্ণ বাংলা সম্পাদক আজম জহিরুল ইসলাম এবং বাংলা মঞ্চের সহযোদ্ধা ও স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক সেলিম আল রাজ, নাজিম উদ্দিন আহামেদ রাতুল ও আনিকা আনজুম অর্ণি। নৃত্য পরিবেশন করেন এ্যানি। নজরুল প্রতিকৃতি অংকন করেন মঞ্চের সহযোদ্ধা চিত্রশিল্পী এম.এ মাসুদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলা মঞ্চের সহযোদ্ধা আবুল ফজল মো. আজাদ হীরা, জাকির হোসেন কাজল, শামীমা খানম মিনা, ওবায়দুর রহমান, এইচ এম খায়রুল বাসার, আরিফ আহমেদ, মাহমুদুল হাসান রকি, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, আবির, রাসেল মিয়া, মাহমুদুল হাসান শুভ প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদের হাট, সংগীত নিকেতন, সারেগামা সাংস্কৃতিক একাডেমি। এছাড়াও সহযোগিতা ছিল সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তন, অগ্রদূত সংগীত বিদ্যালয়, অপূর্ব শিল্পীগোষ্ঠী, গৌরীপুর শিল্পীগোষ্ঠী, এ্যামিউজ শিল্পীগোষ্ঠী, সগাজ সাংস্কৃতিক সংসদ, গৌরীপুর থিয়েটার, ছায়ানীড় যাত্রা ও নাট্যশিল্পী কল্যাণ সংস্থা, প্রত্যাশা সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, ইব্রাহিম স্মৃতি সংসদ, নূরু মিয়া স্মৃতি সংসদ ও সান কালচারাল টীম।

(এসইএম/এএস/মে ২৬, ২০১৪)