টাকা

আমি চকচকা মাঝেমাঝে কালো,
খুঁজে পাওয়া যায়না কাউকে এমন
আমায় বাসে না ভাল।
আমায় ছাড়া সব কিছুই চাঁদের বাঁকা
আমায় ছাড়া এই পৃথিবী
লাগে ফাঁকা- ফাঁকা।

আমায় ছাড়া যায় না কিছু পাওয়া,
আমি বীনে সব কিছুই
হয় যে কেবল হাওয়া।

আমি যদি থাকি তোমার কাছে
রাতকে নাকি করে ফেলো দিন!
এই কথাটি আমার কাছে বেজায় অর্থহীন
আমি হচ্ছি এমনই এক জিনিস
আমায় পেলে এই পৃথিবীর
সব কিছুই কিনিস,
রাত-নিশিথের নিষিদ্ধ এক গন্ধগোকূল ছাড়া।

আমায় পেয়ে অশরীর এক মত্তপানে যারা
এই পৃথিবীর জন্য কেবল সুখী হবে তারা।
খুঁজে পাওয়া যায় না এমন
আমায় লাগবে না কারো
আমি হচ্ছি মাঝেমাঝে
এই পৃথিবীর সব চেয়ে বড়।

দিনের বেলা সাদা আমি
রাত্তিরেতে কালো,
আমি এই পৃথিবীর সবার কাছে দামি বলে
আমায় সবাই বাসে ভাল।
আমায় পেলে সবাই খুশি
আত্মীয় আর স্বজন,
আমায় ছাড়া এই পৃথিবীর
সুখী বলো ক'জন?

আমার জন্য প্রবাস জীবন
অনায়াসে করতে সবাই রাজি,
আমায় পেলেই জুই, চামেলী
নগ্ন গোলাপ ডেকে আনে কাজী।

আমায় ছাড়া এই পৃথিবী
লাগে ফাঁকা-ফাঁকা ;
আমি হচ্ছি টাকা-টাকা-টাকা...