ঠাকুরগাঁও প্রতিনিধি : বিদেশিদের হত্যা করিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যখন দেশের জন্য অহংকার ও গর্ব অর্জন করে বহির্বিশ্বে দেশের ভাবমুর্তিউজ্জল করে দেশে আসছে তখন জাতীয় এবং আর্ন্তজাতিক চক্রান্তকারী (বিএনপি-জামাত) এ অহংকারকে ভেঙ্গে চুরমার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সারা দেশের মধ্যে রংপুর ও দিনাজপুরের মানুষ সবচেয়ে বেশি শান্তি প্রিয়। অথচ সেই রংপুরেই একজন জাপানিকে হত্যা করিয়ে বিএনপি-জামাত জোট পৃথিবীর কাছে প্রমাণ করতে চাচ্ছে যে, বাংলাদেশে বিদেশিদের জীবন নিরাপদ নয়। বাংলাদেশের উন্নয়ণকে বাধাগ্রস্থ করা হচ্ছে। মহরমের অনুষ্ঠানেও বোমা ফাটিয়ে লোক মারার চেষ্টা করছে। এসব করার একমাত্র কারণ বাংলাদেশের অগ্রযাত্রাকে কিভাবে বন্ধ করা যায়। তাই স্বাধীনতার স্বপক্ষের শক্তির মধ্যে যেন কোন বিভেদ সৃষ্টি না হয় এজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যালামনাই এ্যাসেসিয়েশনের সভাপতি আলী ইমামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত মহিলা-৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, অতিরিক্ত কর কমিশনার আসাদুজ্জামান প্রমুখ।

(এফআইআর/এসসি/অক্টোবর৩০,২০১৫)