গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: রাজনৈতিক দল ও জাতীয় সংসদে নারীর কার্যকর অংশগ্রহণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমাতুর নুর ছড়া।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক অঞ্জলী রাণী দেবীর উপস্থাপনায় প্রস্তাবনা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা পায়েল, শহর আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম সাকা, ওয়ার্কার্স পার্টির নেতা আমিনুল ইসলাম গোলাপ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিএনপি নেতা মো. হান্নান মুক্তিযোদ্ধা চৌধুরী মো. গোলাম রব্বানী রসুল, নাগরিক আন্দোলনের আহবায়ক মির্জা হাসান, জেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল লতিফ, মুরাদ জামান রব্বানী, সাংবাদিক দীপক কুমার পাল, মাহমুদুল গনি রিজন, হেদায়েতুল ইসলাম বাবু, নিয়াজ আকতার ইয়াসমিন, নাজমা শওকত, কানিজ ফাতেমা, শিরিন আফরোজ, মাহফুজা মিতা, অঞ্জলী দাস, রুমি দেব, শিরিন আকতার লিজা, সেলিনা আকতার রত্না প্রমুখ।

বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে তৃণমুলে রাজনৈতিক দলের কমিটি গঠন করতে হবে। অর্থনীতিক ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে হবে। মিটিং, মিছিল, র‌্যালী, সমাবেশ ইত্যাদি তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

(আরআই/এএস/অক্টোবর ৩১, ২০১৫)