জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জের বারহাল ইউপির শাহবাগ, শাহগলী, সড়কের বাজার, জকিগঞ্জ পৌর শহরসহ আশপাশ এলাকায় চলছে ভারতীয় তীর খেলা নামক ভয়াবহ জুয়া খেলার টিকেট বিক্রির বাণিজ্য।

জানা গেছে, তীর খেলা নামক ভারতীয় জুয়া ভারতের শিলংয়ে প্রতিদিন হয়। এ খেলার টিকেট বিক্রি হয় শাহবাগ এলাকা ও জকিগঞ্জ পৌর শহরে।

অনুসন্ধানে জানাগেছে, বারহাল ইউপির সদস্য সুমন আহমদ চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ করে এ খেলা হয়। এ খেলায় প্রতিদিন স্কুল পড়ুয়া শিক্ষার্থী, দিনমজুর, যুবকরা কাড়ি কাড়ি টাকা রাখছে।

এলাকাবাসীর ধারণা জুয়া খেলার ফলে এলাকার আইন শৃংখলায় চরম অবনতি ঘটতে পারে। এলাকায় আসংখ্যাজনক হারে জুয়াড়ী বাড়ার ফলে ডাকাতি, ছিনতাই, চুরির মত ঘটনা ঘটা সময়ের ব্যাপার বলে জানান এক ব্যবসায়ী।

পৌর শহরের এজেন্ট ময়নুল ও বিলাল জকিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে এ খেলার টিকেট বিক্রি চালিয়ে যাচ্ছে।

হোটেল ব্যবসায়ী বিলাল আহমদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলে, সে নিজের টিকেট বিক্রি করেনা। এ খেলার এজেন্ট ময়নুল। সে ময়নুলের টিকেট বিক্রি করে।

ময়নুলের কাছে জানতে চাইলে, অস্বীকার না করলেও একে অপরকে দায়ভার চাপায়। এদিকে পুলিশ শনিবার বিকেলে তীর খেলায় জড়িত ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, বিলেরবন্দ গ্রামের মখদ্দছ আলীর ছেলে বেলাল আহমদ ও মাইজকান্দি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে ফয়ছল আহমদ।

(ওএস/এসসি/নবেম্বর০১,২০১৫)