নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নে ২০১৪-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ও পয়. প্রণালী, রাস্তা নির্মাণ ও মেরামত এবং শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে ৩৯ লাখ ২৬ হাজার ১৩১ টাকার এ বাজেট ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান শফিকুল্ ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে বাজেট পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম প্রামানিক প্রধান অতিথি ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি বিশেষ অতিথি ছিলেন। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, এমদাদুল হক সুলতান, শিক্ষক রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। বাজেট উপস্থাপন করেন, ইউপি সচিব জাইদুল ইসলাম। বাজেটে প্রত্যাশিত আয় ৩৯ লাখ ২৬ হাজার ১৩১ টাকা ও সম্ভাব্য ব্যয় ৩৮ লাখ ২৮ হাজার ১৭১ টাকা ধরা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী খাতে ৭ লাখ, রাস্তা নির্মাণ ও মেরামত খাতে সাড়ে ৫ লাখ এবং শিক্ষা খাতে ৫ লাখ টাকা বরাদ্দ দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়।
(বিএম/এএস/মে ২৬, ২০১৪)