বাগেরহাট প্রতিনিধিঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারনে সাগরে বইছে ঝড়ো হাওয়া। বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় আছড়ে পড়ছে বিশাল-বিশাল ঢেউ। এই অবস্থায় সাগরে টিকতে না পেরে রবিবার সকাল থেকে শত-শত ফিশিং ট্রলার ফিরছে উপকূলে। জেলে ও পূর্ব সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, শনিবার সন্ধা থেকে হটাৎ করেই বঙ্গোপসাগর বৈরী আচরন শুরু করে। বইতে শুরু করে ঝড়ো হাওয়া। হালকা বৃষ্টির পাশাপাশি আছড়ে পড়তে শুরু করে বিশাল-বিশাল ঢেউ। এই অবস্থায় সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিং ট্রলার ইতিমধ্যেই উপকূলের মৎস্য বন্দরগুলোতে আশ্রয় নিয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, সুন্দরবন উপকূলে ঝড়ো হাওয়ার পাশাপাশি বিশাল-বিশাল ঢেউয়ের কারনে ফিশিং ট্রলার ও ইঞ্চিন চালিত ফিশিং বোটসমুহ টিকতে না পেরে সুন্দরবনে আশ্রয় নিতে শুরু করেছে।
আবহাওয়া বিভাগ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারনে মংলাসহ বন্দরসহ সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে। বঙ্গোপসাগরে অবস্থানরত ফিশিং ট্রলার ও ইঞ্চিন চালিত ফিশিং বোট সমুহকে গভীর সমুদ্র ছেড়ে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে। আবহাওয়া বিভাগের এই সর্তক বার্তায় আরও বলা হয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের কাছে শনিবার সৃষ্ট লঘুচাপের কারনে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

(একে/এসএমএস/নভেম্বর ১, ২০১৫)