আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে অপর একটি যাত্রীবাহী এক্সপ্রেসে ট্রেন সজোরে আঘাত করলে ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৪০ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে দেড়শ’ জন।


সোমবার ভোরে উত্তর প্রদেশের উত্তরাঞ্চলীয় শান্ত কবির নগরের চুরাইদ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
এলাকাটি উত্তর প্রদেশের প্রধান শহর লক্ষ্ণৌ থেকে ২৩০ কিমি দূরে। ভারতের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুণেন্দ্র কুমার উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন।
দেশটির হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরাখদম এক্সপ্রেসের এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
নিজের ট্যুইটার একাউন্টে মোদি লিখেছেন, তিনি এ বিষয়ে মন্ত্রিভার সচিবের সঙ্গে কথা বলেছেন এবং আহতদের সময়মতো সহায়তা দেয়া নিশ্চিত করতে ও পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন।
মোদি মন্ত্রিসভার সদস্য হতে যাওয়া রাজানাথ সিংও নিহতদের প্রতি শোক জানিয়ে ট্যুইট করেছেন।
(ওএস/এএস/মে ২৪, ২০১৪)