তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  বুধবার সন্ধ্যায় তাড়াশ সদরের বাঁশ বাজারে ১মাস ব্যাপি হস্ত,বস্ত্র কুটির শিল্প মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ- ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন।

চলনবিল সাহিত্য সাংস্কৃতিক সমন্বয় পরিষদের উদ্যোগে দেশীয় পণ্য সামগ্রী সাধারণ মানুষের মধ্যে ব্যবহার করার লক্ষ্য নিয়ে এবং গ্রাম বাংলার কৃষ্টি কালচার, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করা হয়। চলনবিল সাহিত্য সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহবায়ক হোসনে আরা পারভীন লাভলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, সহকারী পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মোঃ মোতাহার হোসেন, তাড়াশ বিশ^বিদ্যালয় কলেজের ভাইসপ্রিন্সিপাল ডেইজি মিলন, ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, রবিউল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চলনবিল সাহিত্য সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহবায়ক হোসনে আরা পারভীন লাভলী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন চলনবিল মুকুল মেলার নির্বাহী পরিচালক আব্দুল হান্নান নিপু। মাস ব্যাপি মেলায় দেশীয় পন্য ছাড়াও শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতিদিন দেশের খ্যাতিমান শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন।


(এমএমএইচ/এসসি/নবেম্বর০৪,২০১৫)