টাঙ্গাইল প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল হালিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শান্তিনগরে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারসহ তার আত্মীয় স্বজনেরা পরেছে ঘোর অন্ধকারে। এখন তাদের একটাই কথা কে চালাবে তাদের সংসার।

আব্দুল হালিম শান্তিনগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। গ্রামের বাড়ির কয়েকটি আবাদি জমি বিক্রি করে ১৯৯৯ সালে আব্দুল হালিম পাড়ি জমায় সৌদি আরবে। তিন ভাইয়ের মধ্যে আব্দুল হালিম মেঝো। বড় ভাই বাইসাইকেল মিস্ত্রি ও ছোট ভাই মোটর সাইকেল ভাড়ায় চালায়। দুই ভাইয়ের সংসারে অভাব অনটনের কারনে আব্দুল হালিম নিজেই তাদের সংসার দেখাশোনা করত। তার রয়েছে এক স্ত্রি ও দুই ছেলে। বড় ছেলে তাইন এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও ছোট ছেলে জাইনের বয়স দুই বছর। গত ৬মাস পূর্বে হালিমের মা মারা যান। এখন আব্দুল হালিমকে হারিয়ে তার পরিবার ও আত্মীস্বজনের চোখে অন্ধকারের ছাপ।
উল্লেখ্য, রোববার জেদ্দা থেকে বিকেলে কুনকুটা শহরে যাওয়ার পথে আনলীথ নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪বাংলাদেশী সহ ৫জন নিহত হয়।
(এমএনইউ/এএস/মে ২৬, ২০১৪)