নওগাঁ প্রতিনিধি: শনিবার নওগাঁয় ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে জেলা সমবায় অফিস চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন, মোঃ আব্দুল মালেক এমপি। পরে ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম, সদর উপজেলা সমবায় অফিসার আলাউদ্দীন, তিলকপুর ইউনিয়ন মাল্টিপারপাসের সভাপতি আঃ কাদের মন্ডল, সুরমা মাল্টিপারপাসের ফেরদৌস, ম্যাসেঞ্জার মাল্টিপারপাসের শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সুরমা মাল্টিপারপাসের উদ্যোগে ১০ জন বিধবা নারীর মাঝে বিনামূল্যে ১০টি ছাগল বিতরন করেন।

অপরদিকে জেলার সাপাহার, পত্নীতলা, ধামইরহাট, মান্দাসহ অন্যন্য সকল উপজেলাতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

(বিএম/এলপিবি/নভেম্বর ৭, ২০১৫)