নওগাঁ প্রতিনিধি: ভারতে পাচারের উদ্দেশ্যে নওগাঁর সাপাহারে প্রায় ৭০লাখ টাকা মূল্যের কষ্টি পাথর কেনা-বেঁচা করার সময় উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে বিজিবি নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডারগার্ড ব্যাটালিয়নের জোয়ানরা উপজেলার জামালপুর গ্রামের ফাঁকা মাঠে এক রাস্তার পাশ থেকে এই কষ্টি পাথরের ভাঙ্গা মূর্তিটি উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সাপাহার উপজেলার ওই গ্রামে একটি মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে কেনা-বেচার জন্য দর কষাকষি চলছে, এমন গোপন সংবাদ পেয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসির নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল রাতেই ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি পাচারকারীরা ঘটনাস্থলে মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়। এরপর তারা উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৯ কেজি ওজনের কষ্টি পাথরের ভাঙ্গা মূর্তি উদ্ধার করে ব্যাটালিয়নে নিয়ে আসেন। মূর্তিটির বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। তবে মূর্তিটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকলে এর মূল্য প্রায় দ্বি-গুণ হতো বলে ব্যাটালিয়ন অধিনায়ক জানান।

(বিএম/এলপিবি/নভেম্বর ৭, ২০১৫)