ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় শিবগঞ্জ পশ্চিম পারপূগী কালোপীড় জামে মসজিদের নামে প্রায় ৬ বিঘা জমি আছে, এ জমিকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহলের মানুষ মসজিদ ঘরে তালা বন্ধ করে রাখে।

ফলে গত এক সপ্তাহ ধরে মসজিদে কোন আযান দেওয়া হয় না এবং এলাকার মানুষ মসজিদে নামায পড়তে পারে না। এ বিষয়ে কিছু গণমাধ্যম কর্মী সরজমিনে গেলে এলাকাবাসী জানান, আমাদের গ্রামের কিছু অস্থানীয় কুচক্রী মহলের মানুষ মসজিদের জমি ভোগ করে কিন্তু মসজিদের খরচ তারা বহন করে না। এর আগে এ বিষয়ে কোর্টে মামলা হয় এবং এ মামলার রায়ে বলা হয় যে, তারা জমি ভোগ করার কারণে মসজিদের উন্নয়নসহ সকল প্রকার খরচ তারা বহন করবে। কিন্তু তারা মসজিদের কোন খরচ বহন করেন না।

এ বিষয়ে ১০নং জামালপুর ইউপির চেয়ারম্যানকে অবহিত করলে তিনি আমাদের জানান, মসজিদের জমি ভোগ করবে তারা এবং প্রতিবছর জমি ভোগ করার কারনে ১৫ হাজার টাকা প্রদান করবে। এ বিষয়ে তারা সম্মতি জ্ঞাপন করেন এবং তারা কয়েক বার সম্মতি জ্ঞাপন করা টাকাও প্রদান করেন। বর্তমানে তারা কোন টাকা বা মসজিদের কোন খরচ বহন করেন না। আর খরচ বহন না করে তারা মসজিদে কোন নামাযের জামাত যেন অনুষ্ঠিত না হয় সে কারণে মসজিদটি তালা বদ্ধ করে রাখে এবং মসজিদের মোয়াজ্জেমকে বের করে দেয়। আমি এ সমস্যার সমাধান করে দিয়েছি অনেক আগে। বর্তমানে আমি এ বিষয়ে কোন কিছু জানি না।

এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

(এফআইআর/এলপিবি/নভেম্বর ৭, ২০১৫)