নাইরোবীতে মন্ট্রিয়াল প্রবাসী রাকীব হাসানের বিশতম একক চিত্র প্রদর্শনী শুরু হবে আগামী ১০ই নভেম্বর। নাইরোবী’র আলিয়ন্স ফ্রাঁসেজ গ্যালারীতে এই  চিত্রপ্রদর্শনী চলবে ২২শে নভেম্বর পর্যন্ত।এর আগে বিভিন্ন দেশের পেশাদার গ্যালারীতে ঊনিশটি একক চিত্র প্রদর্শনী’র অভিজ্ঞতা আছে রাকীব হাসান’এর।

রাকীবের বিশতম এ প্রদর্শনী বাংলাদেশে নিহত মুক্তচিন্তার ব্লগার ও নায়রোবীতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো মানুষের উদ্দেশ্যে নিবেদিত। এ ছবিগুলিতে রাকীবের রং উচ্চকিত এবং সাহসী। বাক স্বাধীনতা ও মুক্তচিন্তার পক্ষে তার তুলি ইপ্সিত পথ তৈরী করে।
ঢাকায় কবিতা আর সাংবাদিকতা দিয়ে রাকীবের যাত্রা শুরু হলেও তা তিনি এখন চিত্রশিল্পী হিসেবেই অধিক পরিচিত। তার শিল্পকর্ম বিমূর্ত হলেও জীবনমুখী।