মদন (নেত্রকোণা)প্রতিনিধি : মদন উপজেলার তিয়শ্রী ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে শনিবার রাতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল বালালী বাঘমারা খন্দকার আঃ রাজ্জাক দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা মনি।

পারিবারিক সূত্রে জানা যায়, জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে শহীদ মিয়ার কন্যা মুক্তা মনির সাথে কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের মৃত-ইজ্জত আলীর ছেলে ফকর উদ্দিন(২১) এর জন্ম নিবন্ধন ছাড়াই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল হক খান সোহেল স্থানীয় এন.জি.ও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ করে। এ সময় বরের লোকজন বিবাহ অনুষ্ঠান থেকে পলিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজিজুল হক সোহেল জানান, জন্ম নিবন্ধন ছাড়াই বাল্য বিবাহ অনুষ্ঠানের আয়োজন করলে ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি ও এলাকার ব্যক্তিবর্গের সহযোগিতায় বিবাহ অনুষ্ঠান বন্ধ করা হয়।



(এএমএ/এসসি/নবেম্বর ৮ ,২০১৫)