।শেখর রায়।

নেপালের পর ভারতের বিহারে সাধারন মানুষ যাদের অধিকাংশ হিন্দু বাতিল করে দিলেন উগ্র হিন্দু সাম্প্রদায়িক রাজনীতির প্রচারকদের। জয়ী হল বিজেপি বিরোধী জোট। হেরে গেল অসাম্প্রদায়িক দল বিজেপি। কিন্তু কেন এমন হল। আমার মনে হয়, শ্রী নরেন্দ্র মোদী কিছু কাজ করতে চেয়েছিলেন মানুষের জন্য। তাকে সময় সুযোগ দেয়া হল না। কিছু অতি উৎসাহী হিন্দুবাদীরা একেবারে সব কিছু বাদ দিয়ে নিরীহ কুসংস্কার বিরোধী কিছু মানুষের বিরুদ্ধে, গো ভক্ষন কারি ভিন প্রজাতির মানুষদের বিরুদ্ধে মার মার কাট কাট করে উঠলেন। কিন্তু ওরা ভুলে গেলেন যে মাত্র দেড় বছর আগে মানুষ ভারতে এত বড় রাজনৈতিক পরিবর্তন কেন করেছিলেন। তা কি শুধু হিন্দুত্ত রাজনীতি করার জন্য? কখনোই না।

খুব ভাল জানেন তিনি যার ব্যক্তি সাফল্য ও ক্যারিস্মাকে কাজে লাগিয়ে বিজেপি জিতেছিল। সেই নির্বাচনী অভিযানে গরু ছাগল বা পর ধর্মমতের প্রতি কোন অসহিস্নুতার নাম গন্ধ ছিল না। ছিল দুর্নীতির, অপশাসনের বিরুদ্ধাচার। ছিল ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ছিল বড়লোকের পকেট ভরানোর নামে প্রশাসনিক সংস্কারের বিরুদ্ধাচারন। ছিল কালো টাকার বিরুদ্ধে। ছিল লক্ষ কোটি কর্মহীন বেকারের সমস্যা নিয়ে। কিন্তু সে সব গেল লাটে উঠে। উঠে এল গরু ভেড়া, প্রতিবাদি মানুষের প্রতি তীব্র কটাক্ষ, অসম্মান। মিডিয়ার প্রচারের কল্যানে যা কিছু ভাল কাজ সে নিয়ে আর কোন আলোচনা হল না। হল শুধু ওই গরু ছাগল, অসহিস্নুতা নিয়ে। দেশের মানুষ যে সর্বত্র যেভাবে আশাহত হয়েছে, কৃষক হাজারে হাজারে আত্মহত্যা করেছে, বেকার শ্রমিক না খেয়ে মরছে, মেয়ের বয়স বেড়েছে, অর্থাভাবে তার বিয়ে দিয়ে পারেনি তার বাপ। সেই প্রধান সমস্যা নিয়ে একটি শাসক দল খুব তৎপর হবে, মানুষের আস্থা অর্জন করবে এবং মানুষ তাদের দলে দলে নির্বাচিত করবে যেটা কাম্য ছিল। কিন্তু এ কি হল?

(এসপি/অ/নভেম্বর ০৯, ২০১৫)