পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে পাচঁ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে ফারিয়া এর সভাপতি মোঃআরিফুজ্জমানের সভাপত্বিতে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সরকারি পে-স্কেলে ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন করতে হবে, মুল্যস্ফীতির সাথে সামাঞ্জস্য রেখে অন্যান্য ভাতা প্রদান করতে হবে, চাকুরির নিশ্চয়তা ও একটি নিতিমাল প্রনয়ন করতে হবে, সরকার কতৃক আমাদেরও সংগঠনের স্বীকৃতি প্রদান যার মাধ্যমে আমাদের দাবী সমুহ সরকারের নিকট বলতে পারি, সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য সরকারি ছুটি প্রদান করতে হবে বলে তার এই পাচঁ দফা দ্বাবী আদায়ের লক্ষে মানববন্ধন করছে। মানববন্ধনে জেলার সকল ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ গন উপস্থিত ছিলেন।

(এসডি/এসএমএস/নভেম্বর ১০, ২০১৫)