শরীয়তপুর প্রতিনিধি : বেতন ভাতা বৈষম্য দূরীকরণ ও বিভিন্ন সুবিধা বৃদ্ধিসহ ৫ দফা দাবি আদয়ের লক্ষে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।

মঙ্গলবার সকাল ১১ টায় শরীয়তপুর-ঢাকা মহা সড়কে সিভিল সার্জন কার্যলয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্লোগানে লেখা ব্যানার-ফেস্টুন হাতে জেলা আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেয়।

৫ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক আহাদুজ্জামান (সাজ্জাদ)। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা ও টিএ/ডিএ বৃদ্ধি, সপ্তম গ্রেডে বেতন উন্নিতকরণ, চাকুরীর নিশ্চয়তা প্রদান ও একটি সুনির্দিষ্ট নিতিমালা প্রনয়ন, সরকারি ছুটিসহ সকল ছুটি প্রণয়ন ও ফারিয়াকে সরকার কর্তৃক অনুমোদন প্রদান।

এ সময় সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ ইউনুস আলী, মোঃ রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম মোঃ শিপন রহমান, রাশিদুল, রেজাউল করিম, জাবেদ ঢালী, মোঃ সেলিমুর রহমান, সদস্য মহিউদ্দিন, শরিফুল, মশিউর রহমান, সাইফুল ইসলাম, নাসির হোসেন, গাজী কামাল, জিয়াউর রহমানসহ বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(কেএনআই/এএস/নভেম্বর ১০, ২০১৫)