নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ কলেজকে সরকারীভাবে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলার লক্ষ্যে প্রাথমিক ভাবে ৯০ দিনের কর্মসূচী গ্রহন করতে কলেজটির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দদের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের গর্ভানিং বডির কক্ষে পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সভায় পর্ষদের সভাপতি আবু হাসনাত শহীদ মুহাম্মদ বাদল সহ নেতৃবৃন্দদের তিনি এ নির্দেশ দেন।

ওই সভায় সেলিম ওসমান, খুব দ্রুত সময়ের মধ্যে কলেজের মূল ভবন থেকে শুরু করে পেছনের অর্নাস ভবন পর্যন্ত ডিজিটাল সার্ভে করে একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রনালয়ে দাখিল করার কথা বলেছেন। যেখানে স্পষ্ট করে কলেজের ছাত্র-ছাত্রীদের মূল ভবন থেকে অর্নাস ভবনের যাতায়াতে অসুবিধা ও নিরাপত্তার বিষয় গুলো ভালো ভাবে ফুটে উঠবে। এছাড়ারও কলেজের ঝুঁকিপূর্ন মূল ভবনটি বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

সভা শেষে কলেজের ভূল ভবনের পেছনে অর্নাস ভবনে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের রাস্তা ও নিরাপত্তার বিষয়টি সরেজমিনে গিয়ে খতিয়ে দেখেন এবং কলেজে নির্মানাধীন ১০ তলা ভবনের নির্মাণ কাজের পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবু হাসনাত শহীদ মুহাম্মদ বাদল, কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খন্দকার, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, সাবেক সহ সভাপতি শামীম আহম্মেদ, পরিচালক হুমায়ন কবির খান শিল্পী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাহ রহমান, শিক্ষক ফজলুল হক রুমন রেজা, আল আমিন প্রমুখ।
ছবি ২০-২২
ফুল দিয়ে সেলিম ওসমানকে শুভেচ্ছা জানালেন বিকেএমইএ নেতৃবৃন্দ ও কর্মকর্তারা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: চৌদ্দ দিন থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ্য হয়ে ফিরে আসার পর প্রিয় অভিভাবক ও ব্যবসায়ী নেতাকে সেলিম ওসমানকে কাছে পেয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিকেএমইএ নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ এর সহ সভাপতি মনসুর আহম্মেদ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাশেদ উদ্দিন রাশু, বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, সাবেক সহ সভাপতি এম এ হাতেম, শামীম আহম্মেদ, পরিচালক হুমায়ন কবির খান শিল্পী প্রমুখ।

বিকেএমইএ এর নেতৃবৃন্দদের পরে সংগঠনটিতে কর্মরত কর্মকর্তারা সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাথে স্মৃতি ধরে রাখতে ফ্রেমবন্দী হোন।

থাইল্যান্ড থেকে সোমবার রাত পৌনে ১১টায় ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছান বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি মাসদাইর কবরস্থান মসজিদে শুকরিয়া দোয়ার অনুষ্ঠানে যোগদেন। দোয়া অনুষ্ঠানে শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে তিনি তার দাদা(খান সাহেব ওসমান আলী), বাবা(একেএম শামসুজ্জোহা) বড় ভাই(নাসিম ওসমান) এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর বাবা আলী আহম্মদ চুনকার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি বন্দর খেয়াঘাট সরেজমিনে পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সেখান থেকে ফিরে তিনি নারায়ণগঞ্জ কলেজে পরিচালনা পর্ষদের সাথে মত বিনিময় সভা করেন। পরে দুপুর ২টায় বিকেএমইএ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টে নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চলমান অসন্তোষের অবসান ঘটান।

উল্লেখ্য গত ২৬ অক্টোবর শারীরিক অসুস্থ্যতার কারণে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন সেলিম ওসমান। ৩১ অক্টোবর তার শরীরে একটি অস্ত্রপাচার করা হয়। চিকিৎসকেরা তাকে আগামী ৩ মাস শরীরের উপর চাপ না নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। ৯ নভেম্বর রাতে তিনি বাংলাদেশে ফেরত আসেন।

(বিএস/অ/নভেম্বর ১০, ২০১৫)