সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ ১১ নভেম্বর বুধবার সিরাজগঞ্জ তাড়াশের ঐতিহাসিক নওগাঁ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে ৭১’র যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধে পাক বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে।

পলাশ ডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে চলনবিল এলাকার বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে চরম প্রতিরোধ গড়ে তোলেন। নওগাঁর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গেরিলা অভিযানে প্রায় ২ শাধিক পাকিস্থানী হানাদার বাহিনীর সদস্য মারা যায়। এ সময় বিপুল পরিমান অস্ত্র ও গোলা বারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।

নওগাঁ দিবস উপলক্ষে পলাশ ডাঙ্গা যুব শিবির ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচী গ্রহন করেছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ জাতীয় নেতাদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী ও নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

(এসএস/এএস/নভেম্বর ১১, ২০১৫)