কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার কলেজ রোডের মহাশ্মশান ও পশ্চিম নাচনাপাড়া কালি মন্দির শ্মশানে পালিত হয়েছে শতবছরের ঐতিহ্যের স্মারক দীপাবলী উৎসব।

এ উৎসবকে মঙ্গলবার সন্ধ্যায় মহাশ্মশানে হাজার মোমের আলোতে আলোকিত হয়ে উঠে। প্রতিবছর ভূত চতুর্দশী পুণ্য তিথিতে এ উৎসব হয়ে থাকে বলে জানান, হিন্দু ধর্মালম্বীরা। ওইদিন রাতে পালিত হয় কালিপূজা। প্রিয়জনের স্মৃতির উদ্দেশে তাদের সমাধি সৌধে দীপ জ্বালায়। শত শত বছর ধরে কলাপাড়ায় দীপাবলী উৎসব উদযাপিত হয়ে আসছে।

শ্মশান দিপালী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজন পরিবারের হারানো প্রিয় স্বজনের শ্মশানে ধুপ,ধুপকাঠি জ্বেলে দেয় তাদের স্বর্গবাসী আত্মার শান্তি কামনায়। এ সময় শ্মশানের মন্দিরে ধর্মীয় গানও খোল বাদ্য সহকারে কীর্তন করেন প্রিয়জনের আত্মার সন্তুষ্টির জন্য ।

দীপাবলী উৎসব ঘিরে মহাশ্মশান পরিস্কার পরিচ্ছন্ন করা হয়ছে। দুই শ্মশান এলাকায় তোড়ন তৈরি আলোকসজ্জা মাধ্যেমে সাজানো হয়েছে। ইতিমধ্যে সমাধি সৌধে রং করার কাজ সম্পন্ন করেছে মৃত ব্যক্তির স্বজনরা।

শ্মশান দিপালী উদযাপন কমিটির আহবায়ক সজল সমাদ্দার জানান, মঙ্গলবার সকালে শ্মশানে কালি প্রতিমা প্রতিষ্ঠার করা হয়। এরপর দিনব্যাপী গীতাপাঠ, সন্ধ্যা ছয়টায় দীপযাত্রা, সাতটায় নাম কীর্তন এর আয়োজন করা হয়।

(এমকেআর/এএস/নভেম্বর ১১, ২০১৫)