নওগাঁ প্রতিনিধি : বুধবার ভোরে নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে মাসুদ রানা (১৮) নামে এক বাংলাদশেী গরু ব্যবসায়ী আহত হয়েছে। আহত মাসুদ রানাকে উদ্ধার করে এদিন সকাল ৯টার দেিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। মাসুদ রানা উপজলোর করমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তরকিুল ইসলামসহ স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে ৮/১০ জন গরু ব্যবসায়ী ভারত অভ্যন্তরে চোরাই পথে গরু আনতে যায়। বুধবার ভোর রাতে তারা গরু নিয়ে উপজেলার করমুডাঙ্গা সীমান্তের ২৪০ নং পিলার এলাকা দিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের তালতলী ৩১ বিএসএফের টহলদল ওই গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে । এসময় অন্যরা তাদের সঙ্গে থাকা গরুর পাল ছেড়ে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও গরু ব্যবসায়ী মাসুদ রানা গুলিতে আহত হয়।

(বিএম/এএস/নভেম্বর ১১, ২০১৫)



স্থানীয় ইউপি চেয়ারম্যান তরকিুল ইসলামসহ স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে ৮/১০ জন গরু ব্যবসায়ী ভারত অভ্যন্তরে চোরাই পথে গরু আনতে যায়। বুধবার ভোর রাতে তারা গরু নিয়ে উপজেলার করমুডাঙ্গা সীমান্তের ২৪০ নং পিলার এলাকা দিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের তালতলী ৩১ বিএসএফের টহলদল ওই গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে । এসময় অন্যরা তাদের সঙ্গে থাকা গরুর পাল ছেড়ে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও গরু ব্যবসায়ী মাসুদ রানা গুলিতে আহত হয়।

(বিএম/এএস/নভেম্বর ১১, ২০১৫)