নওগাঁ প্রতিনিধি : বুধবার সকাল ১০টার দিকে নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাসেল (৮) নামে এক শিশু নিহত হয়েছে। উপজেলার দেলুয়াবাড়ি-চকগৌরী রাস্তার রামনগর বড় মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রামনগর গ্রামের সুলতান হোসেনের ছেলে। ঘটনায় ট্রাকের চালক সেলিম হোসেনকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দামনাশ বাজারে বালু আনলোড করে ট্রাকটি রাজশাহী ফেরার পথে উল্লেখিত স্থানে শিশু রাসেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা এসময় ট্রাকের চালক সেলিমকে আটক করলেও হেলপার পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে চালক সেলিম ও ট্রাকটি হেফাজতে নেয়। থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(বিএম/এএস/নভেম্বর ১১, ২০১৫)