নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার গভীর রাতে নওগাঁর মান্দায় গোয়ালঘরের তালা ভেঙ্গে চোরেরা তিনটি গরু নিয়ে গেছে। উপজেলার গাইহানা উত্তরপাড়া গ্রামে জিয়াউর রহমান জিয়ার বাড়িতে গরু চুরির এ ঘটনা ঘটে।

গৃহকর্তা জিয়াউর রহমান জানান, গোয়ালঘর তালাবদ্ধ করে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। চোরের দল রাতে গোয়ালঘরের তালা ভেঙ্গে তিনটি গর্ভবতী গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুর মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে তিনি দাবি করেন। থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন গরু চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির যাওয়া গরু উদ্ধারে কাজ করছে পুলিশ।

(বিএম/এএস/নভেম্বর ১১, ২০১৫)