ঠাকুরগাঁও প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপন ও ৭ দিনব্যাপী নাট্যোৎসব রোববার থেকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং বিভিন্ন সংগঠনের নাট্য ও সাংস্কৃতি কর্মীরা ।

৭ দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সংগীত, শিশুদের চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা এবং বিভিন্ন নাট্য সংগঠন নাটক পরিবেশন করবে। এতে স্থানীয় শাপলা নাট্য গোষ্ঠী বিশ্বখ্যাত নাট্যকার সফোক্লিসের গ্রীক ট্র্যাজেডি ‘ঈডিপাস’, নিশ্চিন্তপুর থিয়েটার নিমহাকিম, কথক নাট্যদল গৌড়, গ্রীন থিয়েটার মুক্তির রাইফেল, থিয়েটারল্যাব তাবিজ বাবা, অঙ্গিকার নাট্য নিকেতন দাম দিয়ে কিনেছি বাংলা ও শিল্পকলা একাডেমী চাবি নাটক পরিবেশন করবে।

আজ সোমবার থেকে ১ জুন পর্যন্ত প্রতিদিন সাড়ে ৭ টায় এসব নাটক পরিবেশিত হবে।

(ওএস/এস/মে ২৬, ২০১৪)