রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ম্যাল্যদান ও আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম পান্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ নজরুল ইসলাম বাবু, আব্দুল আল্ মামুন, সাদেকুর রহমান, লালমিয়া জিম, সাইমদ্দিন মন্ডল, হারুন মোল্লা, সাঈদ মোল্লা, সেলিম রেজা, খলিলুর রহমান, মুক্তার হোসেন, রফিকুল ইসলাম শফি প্রমূখ। সভা পরিচালনা করেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মো. জুলহাস মোল্লা।

(জিছিপি/এসএমএস/নভেম্বর ১২, ২০১৫)