নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় নিবন্ধকৃত জেলেদের মাঝে পরিচয় পত্র প্রদান করা হয়।

কার্ড বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন জেলা মৎস্য সহকারী পরিচালক অজিত কুমার সাহা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাসৈয়দ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা অক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্ল্যাহ হক প্রমূখ।

আলোচনা শেষে দুর্গাপুর পৌরসভায় ১৬ জন, দুর্গাপুর সদর ইউনিয়নে ১৮২ জন, চন্ডিগড় ইউনিয়নে ১১৭ জন, বিরিশিরি ইউনিয়নে ২৫ জন, বাকলজোড়া ইউনিয়নে ২৬৫ জন, কাকৈরগড়া ইউনিয়নে ৪৫৩ জন গাঁওকান্দিয়া ইউনিয়নে ৩৯৮ জন, কুল্লাগড়া ইউনিয়নে ৮০ জন সহ সর্বমোট ১৫৩৬ টি আইডি কার্ড বিতরণ করা হয়।

(এনএস/এসএমএস/নভেম্বর ১২, ২০১৫)