গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা, উপজেলা ও শহর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতির জনকের সমাধী সৌধের বেদীতে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন এবং পরে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জেলা আওয়ামীলীগের নব-নিযুক্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলি লেকু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, শহর আওয়ামীলীগের সভাপতি হাসমত আলি সিকদার চুন্নু ও সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলামসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এএস/নভেম্বর ১২, ২০১৫)