বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল-দশমিনা সড়কের আয়নাবাজ কালাইয়া এলাকায় আজ বৃহস্পতিবার মোটরসাইকেল দুর্ঘটনায় হারুন পঞ্চায়েত (৫০) নামে নিহত হয়েছেন একজন।

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মানিক হোসেনসহ আরো দুই আরোহী। প্রত্যক্ষদর্শিরা জানান, সকাল ১০টার দিকে সড়কের পাশ ধরে হেটে চলার সময় দশমিনা দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন ওই এলাকার বারেক পঞ্চায়েতের ছেলে হারুন পঞ্চায়েত।

এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে বিকেলে সেখানে মারা যান তিনি। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক হারুন ও অপর দুই জনকে বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

(এমএবি/এএস/নভেম্বর ১২, ২০১৫)