বাগেরহাট প্রতিনিধি : নাশকতার অভিযোগে চিতলমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীকে আটক করা হয়েছে। তিনি বাগেরহাটের জেলা মহিলা দলের যুগ্ম আহবাক। এর আগে বুধবার কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক দেলোয়ার হাজরাকে পুলিশ আটক করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চিতলমারী উপজেলার সদরের নিজ বাসা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

পুলিশের হাতে নাশকতার অভিযোগে আটক রুনা গাজী বাগেরহাট জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও চিতলমারী উপজেলা মহিলা দলের সভানেত্রী।

(একে/এএস/নভেম্বর ১৩, ২০১৫)