গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে  পুষ্পস্তবক  অর্পন করে  শ্রদ্ধা  নিবেদন করেছেন নব নিযুক্ত মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আজ শুক্রবার বেলা পৌনে ১ টায় তিনি ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া এসে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

ডিজিটাল ল্যান্ড মানেজমেন্ট সিষ্টেমের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোতাহার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়ার পৌর মেয়র ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হালিম প্রমূখ উপস্থিত ছিলন।

এরআগে তিনি গোপালগঞ্জ পৌছে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বেগম ফজিলাতুন্নেসা চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এবং টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের নির্মান কাজ পরিদর্শন করেন। পরে বিকেলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিট্যাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের (ডিএলএমএস) অগ্রগতি পরিদর্শন ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।


(এমএইচএম/এসসি/নবেম্বর১৩,২০১৫)