নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ ওয়াসিউর রহমানের যোগসাজসে বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ খান-ই জাহান ভুয়া প্রধান শিক্ষক সেজে অপর দুই সহকারী শিক্ষককে নিয়ে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে একটি ম্যানেজিং কমিটি গঠন করেছেন তারা। অন্য দুই শিক্ষক হলেন, মোস্তাকিনা ফেরদৌসী (শরীরচর্চা) ও শ্যামপদ চন্দ্র প্রাং (সমাজবিজ্ঞান)।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তারী ফেরদৌস লিখিত অভিযোগে জানান, ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা অনুসরণ না করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে গোপনে কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়ার শ্ক্ষিকদেরও অবমূল্যায়ন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উল্লেখিত ৩ শিক্ষকের কারনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা গত ৪ মাস ধরে বেতন ভাতাদি ও উৎসব ভাতা তুলতে পারছেন না। তাদের অনিয়ম ও একগুয়েমীর কারনে স্কুলে অন্যান্য শিক্ষকরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তারী ফেরদৌস এমন গুরুতর অভিযোগগুলো নিশ্চিত করেছেন।

তিনি এবং স্কুলের বেতন বঞ্চিত সকল শিক্ষক এই ভুয়া ম্যানেজিং কমিটি বাতিল, শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিতকরন এবং দুর্ণীতিবাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান, ভুয়া প্রধান শিক্ষক খান-ই জাহান ও তার সহযোগীদের জালিয়াতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন।

(বিএম/এএস/নভেম্বর ১৩, ২০১৫)