নিউজ ডেস্ক : বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে জাপান চলতি বছর বাংলাদেশকে ৪৭ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার বিকেলে জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেরের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা শেষে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। খবর বাসসের।

সোমবার সকালে টোকিওর আকাসাকা প্রাসাদে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বিনিয়োগ করার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, জাপান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে তার নিজ প্রাসাদে দেখা করেন। প্রাসাদ থেকে বের হয়ে তিনি বিকেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার নিজ দপ্তরে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতির মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টি জানানো হয়।

(ওএস/এস/মে ২৬, ২০১৪)