মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে শনিবার দুপুরে এক কেজি গাঁজাসহ নাঈম জমাদ্দার (২০), পলাশ সরদার (২২) ও মারুফ (২২) নামের তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক করে থানায় নিয়ে আসার পর নাঈম জমাদ্দারকে ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের ময়দান নামক স্থান থেকে ইজিবাইকে তল্লাসি চালিয়ে এক কেজি গাঁজাসহ ঐ গ্রামের নাঈম জমাদ্দার, পলাশ সরদার ও মারুফকে আটক করে মাদারীপুর ডিবি পুলিশের এসআই গবিন্দ লাল দে ও তার সঙ্গীয় ফোর্স। আটকের পর তাদের থানায় নিয়ে আসায় কিছুক্ষণ পরে ঐ গ্রামের জাকির জমাদ্দারের ছেলে নাইম জমাদ্দারকে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে মাদারীপুর ডিবি পুলিশের এসআই গবিন্দ লাল দে বলেন, আমি গাঁজাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করি।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার্স ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, আমার কিছু করার নেই। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নাইমকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী আমাকে ফোন দিয়ে বলেছেন ছেলেটি অটোরিক্সার যাত্রী হিসেবে ছিল। ঘটনার সাথে জড়িত ছিল না বলে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে।

(এএসএ/এএস/নভেম্বর ১৪, ২০১৫)