বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত শেখ জাহাঙ্গীর (২৪) নামে এক যুবক মারা গেছেন। শনিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহাঙ্গীর বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের শেখ ইসরাফিল ছেলে।

শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনি মল্লিকের একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, প্রতিপক্ষের সশস্ত্র হামলায় আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সকালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হন। পরে গুরুতর আহত জাহাঙ্গীর নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ঢাকায় মারা গেছে।

তার মৃতদেহ বাগেরহাট আনা হচ্ছে। এঘটনায় জড়িত সন্দেহে ডেমা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সেলিম ও আওয়ামী লীগের দুই সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে ওসি জানান।

(একে/এএস/নভেম্বর ১৪, ২০১৫)