নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে টিকা খাইয়ে এই দিবসের উদ্ধোধন করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আমিরুল ইসলাম।

শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সিভিল সার্জন অফিসের কর্মসূচীর আয়োজন করে। এ সময় সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রওশন আরা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. কাজী মিজানুর রহমান, ডা. নাফিস আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলার ৯৯টি ইউনিয়নে ২ হাজার ৫৭২টি কেন্দ্রে ১ হাজার ৩শ’৫২ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনার মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক দিয়ে ৬-১১মাস বয়সের ৩৪ হাজার ৩৮০ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ‘ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ৩ লাখ ৩৪ হাজার ৬৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হয় বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

(বিএম/এএস/নভেম্বর ১৪, ২০১৫)