কক্সবাজার প্রতিনিধি:আর কয়েকদিন পরই সোনালি পাকা আমন কৃষকের ঘরে উঠবে। অগ্রহায়ণ মাসের শুরুতেই আমন ধান কাটা ও মাড়ার উৎসব শুরু হবে কক্সবাজারে। কিন্তু বাজারে চাহিদাতিরিক্ত চালের সরবরাহ থাকায় কৃষকেরা ধানের মূল্য নিয়ে আতঙ্কিত। সার, বীজ, কীটনাশক, সেচ, জ্বালানি ও মজুরি বেড়ে যাওয়ায় সার্বিকভাবে উৎপাদন খরচ গতবারের তুলনায় দ্বিগুন বেড়েছে। তাই লোকসান থেকে রক্ষা পেতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, উৎপাদন ব্যয় বাড়লেও গত বোরো মৌসুমে ন্যায্য দাম পাননি তারা।
এদিকে ব্যবসায়ীদের দাবি, সরকারের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় মাত্রাতিরিক্ত চাল আমদানির প্রভাব পড়েছে চালের বাজারে।

অপরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুন ফলন হয়েছে। তাছাড়া বাজারেও চালের সরবরাহও বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা দরপতন হয়েছে। এতে কৃষকদের হতাশ হওয়ার কোন কারণ নেই। সরকার ইতিমধ্যে ঘোষনণা দিয়েছে ৩১টাকা দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবেন।


(এডিএইচ/এসসি/ নবেম্বর১৪,২০১৫)