নিউজ ডেস্ক : ঢাকার জার্মান দূতাবাস থেকে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখট কনজে আগামী ১ জুন ঢাকা ছাড়ছেন।

মালির স্থিতিশিলতা বজায় রাখতে ইইউসিএপি’র সাহেল মালি মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

ড. আলব্রেখট কনজে ২০১২ সালের আগষ্টে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। তবে ঢাকায় পরবর্তী জার্মান রাষ্ট্রদূত কে হচ্ছেন এ বিষয়ে কোনো তথ্য জানা জায়নি।

(ওএস/অ/মে ২৬, ২০১৪)